11 January 2024

সোশ্যাল মিডিয়া অ্যাপের পাসওয়ার্ড ভুললেও ক্ষতি নেই

credit: istock

TV9 Bangla

আপনি যদি কোনও সোশ্যাল মিডিয়া অ্যাপ, ব্যাঙ্কিং অ্যাপ বা অনলাইন ই-কমার্স সাইটের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তবে চিন্তা করার প্রয়োজন নেই।

অনেকেই জানেন না, সোশ্যাল মিডিয়া অ্যাপস এবং জিমেলের পাসওয়ার্ড সেভ করা যায়। আপনিও যদি সেই তালিকাতেই থাকেন, তাহলে জেনে নিন।

প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনের settings-এ যেতে হবে। সেখানে Google-এর অপশন দেখতে পাবেন, তাতে আপনাকে ক্লিক করতে হবে।

এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনি Auto Fill অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।               

এর পরে, আপনি প্রথম অপশনটি পাবেন তা হল Autofill with Google। এখানে ক্লিক করলেই আপনার সামনে Google Password Manager এর অপশন আসবে।

এখানে ক্লিক করলে আপনার সামনে পাসওয়ার্ড ম্যানেজার আসবে, যেখানে বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া থাকবে।

এখানে ক্লিক করে আপনি যে অ্যাপের পাসওয়ার্ড জানতে চান, তার পাসওয়ার্ড জানতে পারবেন। এবার তা Gmail, Facebook সহ অন্যান্য অনেক কিছু।

এছাড়াও, আপনি যদি একটি নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করতে চান, তবে আপনি তা সহজেই করতে পারবেন। ফলে ভুলে গেলেও সমস্যা হবে না।