WhatsApp-এ ব্লক করা হয়েছে আপনাকে, কীভাবে বুঝবেন?

13 September 2023

WhatsApp এর ঝুলিতে একগুচ্ছ ফিচার্স রয়েছে ঠিকই। কিন্তু কেউ আপনাকে ব্লক করলে তা জানার কোনও উপায় এখনও আনতে পারেনি হোয়াটসঅ্যাপ। তবে, আপনি চাইলেই জানতে পারেন, কে ব্লক করেছে আপনাকে।

কিছু সম্ভাবনার উপরে ভিত্তি করে আপনাকে বুঝতে হবে বিষয়টা। কোনও কন্ট্যাক্টের লাস্ট সিন বা অনলাইন স্টেটাস আপনি যদি না দেখতে পান, তাহলে আপনাকে ব্লক করার সম্ভাবনা রয়েছে।

যদিও WhatsApp তার ব্যবহারকারীদের অনলাইন স্টেটাস এবং লাস্ট সিন লুকিয়ে রাখতে দেয়। তাই, কেউ ব্লক করেছে কি না, তা বুঝতে কেবলই এই পন্থার উপরে নির্ভর করে বসে থাকলে চলবে না।

স্টেটাস দেখতে হবে এবং সেই দেখতে হবে প্রোফাইল ছবিও। আপনি যদি কোনও কন্ট্যাক্টের প্রোফাইল ফটো এবং স্টেটাস দেখতে না পান, তাহলে ধরে নিতে পারেন সেই কন্ট্যাক্ট আপনাকে ব্লক করে রেখেছে।

সেখানেও আর এক সমস্যা। WhatsApp তার ব্যবহারকারীদের প্রোফাইল ছবিও লুকিয়ে রাখতে দেয়। নির্দিষ্ট কিছু কন্ট্যাক্টের জন্যই সেই কাজটি করে দেয়। স্টেটাসের ক্ষেত্রেও বিষয়টি প্রায় একই। তাহলে উপায়?

উপায় একটাই। আপনাকে অন্য পন্থাও কাজে লাগাতে হবে। সন্দেহজনক কন্ট্যাক্টের কাছে একটা মেসেজ পাঠিয়ে দিন। ডাবল টিক যদি দেখতে না পান, তাহলে বুঝতে হবে মেসেজটি ডেলিভারি হয়নি।

কয়েক ঘণ্টার পরেও আপনি যদি দেখেন মেসেজটি ডেলিভারি হয়নি বা ডাবল টিক দেখতে পাননি, তাহলে বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে। একই ভাবে কল করেও দেখতে পাবেন।

কলিং স্টেটাস 'Ringing' না হলে বুঝবেন আপনাকে ব্লক করা হয়েছে। আবার সেই কন্ট্যাক্টকে কোনও গ্রুপে অ্যাড করার চেষ্টা করে যদি না পারেন, তাহলে বুঝবেন আপনাকে ব্লক করা হয়েছে।