ফোন চার্জ করার সময় আমরা একাধিক ভুল করে থাকি। রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ি, যখন তখন চার্জ দিই। আমাদের মানসিকতা সবসময় যেন 100 শতাংশের বেশি চার্জ হলেই ভাল হয়। কিন্তু চার্জিংয়ের ক্ষেত্রে এগুলো কি সঠিক?
এক্কেবারেই না। কারণ, প্রত্যেক বার আপনার ফোনটা যদি 100% চার্জ দেন, তাহলে তার ব্যাটারির আয়ু কমে যায়। বিশেষজ্ঞরা দাবি করছেন, আপনি যদি ফোনটা সবসময় 80% চার্জ দেন, একমাত্র তাহলেই তার আয়ু বাড়বে।
বারংবার ফোন চার্জ দেওয়া, যতবারই চার্জ দেবেন, ততবারই 95%-100% চার্জ করতে-করতে আমাদের ফোনের ব্যাটারি গরম হয়ে ধীরে ধীরে তা ক্ষয়ে যায়। দিনে একবার 80% পর্যন্ত চার্জ করলেই ফোনে এই সমস্যা দেখা যায় না।
ফোনটা লো-পাওয়ার মোডে চার্জ করলে তার ব্যাটারি জীবন বাড়ার অন্যতম কারণ হল ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাওয়া। এতে যেমন স্ক্রিনের ব্রাইটনেস কম থাকে, কিছু ফিচার্সেও আবার সীমাবদ্ধতা থাকে।
80% চার্জে সারাদিন ফোন চালাতে আপনাকে ওয়াই-ফাই, ব্লুটুথ, লোকেশন সার্ভিসের মতো ফিচারগুলি বন্ধ করে রাখতে হবে, যখন প্রয়োজন নেই। তাতে চার্জও থাকবে, ফোন ও তার ব্যাটারিও ভাল থাকবে।
অব্যবহৃত অ্যাপগুলিকে অযথা সারাদিন চালিয়ে রাখবেন না। তাতে ফোনের পারফরম্যান্স প্রভাবিত হয়। এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলি ফোনের সেটিংস অপ্টিমাইজ় করে তার ব্যাটারি বাঁচিয়ে রাখতে পারে।
ফোন চার্জ দেওয়ার সময় ভুলেও তা ব্যবহার করবেন না। তাতে ব্যাটারি অযথা গরম হয়, মেয়াদও কমে যায় তার। তাছাড়াও ফোন একটু গরম হলেই সেটিকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। সূর্যালোকে ফোন কম বের করুন।
যখন কোনও জায়গায় সিগন্যাল কম থাকছে, তখন ফোনটাকে এয়ারপ্লেন মোডে রেখে দিন। কারণ, আপনার ফোন সিগন্যাল খোঁজার চক্করে বেশি পরিমাণ ব্যাটারি খেয়ে নেয়। যা ফোন ও তার ব্যাটারির স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়।