মানুষ এখন স্মার্টফোন ছাড়া যেন একেবারেই অচল। এ কথা আরও কয়েক বছর আগে বললে অনেকের অবাক লাগতে পারত। এখন সময় বদলেছে।
অবশ্য এখন আর সেই পরিস্থিতি নেই। যেখানে স্মার্টফোন ছাড়া একটা মানুষের একটা দিন কাটে। ফোন ছাড়া আজকাল কেউ এক পা বাড়ির বাইরে বেরোন না।
স্মার্টফোন তো প্রায় সকলেই ব্যবহার করেন, কিন্তু তা ব্যবহারে বেশ কয়েকটি খারাপ অভ্যাসের কারণে স্মার্টফোন দ্রুত খারাপ হতে পারে।
জেনে নিন সেই খারাপ অভ্যাসগুলি কী কী? ২০:৮০ নিয়ম অনুযায়ী ফোনের ব্যাটারি যেন কখনও ২০%-র কম না হয়। এবং ৮০%-র বেশি যেন চার্জ না দেওয়া হয়।
অনেক ব্যক্তি মোবাইল চার্জের এই ২০:৮০ নিয়ম জানেন না। যার ফলে মোবাইলের ব্যাটারি দ্রুত খারাপ হতে শুরু করে।
কেউ যদি দীর্ঘ সময় স্মার্টফোবে উচ্চমাণের গেম খেলেন, তা হলে স্মার্টফোনের তাপমাত্রা বাড়তে শুরু করে। ফলে ফোন দ্রুত গরম হয়ে বিস্ফোরণ হতে পারে।
অনেকে একটু চার্জ কমে গেলেই ফের স্মার্টফোন চার্জে বসান। এই অভ্যাস যত দ্রুত সম্ভব বদলানো প্রয়োজন। এতে ফোনের ব্যাটারিতে খারাপ প্রভাব পড়তে শুরু করে। ব্যাটারি ফেটে যাওয়ার ঝুঁকিও থাকে।
অনেকের নতুন নতুন অ্যাপ্লিকেশন ইন্সটল করার অভ্যাস রয়েছে। তা বদলে ফেলা উচিত। প্রয়োজনের বেশি অ্যাপ ফোনে ইন্সটল করলে ফোনের গতি কমে যেতে পারে।
ফোনে যেন ধুলো-ময়লা না জমে, সেদিকে খানিক খেয়াল রাখা জরুরি। যদি ফোনে ধুলো-ময়লা জমে যায়, তা হলে ফোনের যন্ত্রাংশ ও স্ক্রিনের ক্ষতি হতে পারে।