08 JUL 2025

বর্ষায় চাই এসির বাড়তি যত্ন! কীভাবে তাকে ঠিক রাখবেন?

Credits:, Getty Images

TV9 Bangla

বর্ষাকালের এই এক জ্বালা! কখন যে কেমন ওয়েদার থাকবে বোঝা মুশকিল। রাতের দিকে প্রায়ই বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। ফ্যান কমিয়ে গায়ে চাদর নিয়ে শুতে হচ্ছে।   

তাই এই সময়ে এসি চালানো বন্ধ। শুধু শুধু এসি চালিয়ে বিদ্যুতের বিল বাড়ানোর তো কোনও মানেই হয় না। এদিকে দু'দিন আগেও যে এসি দীর্ঘক্ষণ চালাতেন সেটা এখন অল্প সময় চালালে খারাপ হয়ে যেতে পারে।

এসির স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে বর্ষাকালে চাই বাড়তি যত্ন। কীভাবে ব্যবহার করলে ভাল থাকবে এসি? রইল সে টিপস।  

মনে রাখবেন বর্ষাকাল মানেই যখন-তখন ঝড়বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত। বাড়ি থেকে বেরোনোর সময়ে যদি দেখেন আকাশে এক ফোঁটা মেঘ নেই, তা হলেও মনে করে এসি-র প্লাগ খুলে রাখতে ভুলবেন না। সতর্কতার কোনও মার নেই।

বর্ষায় এসি চালালে তা অবশ্যই 'ড্রাই মোড' করে রাখুন। এ সময়ে ঘরের আর্দ্রতা দূর করারও অন্যতম উপায় এটি। এসি ড্রাই মোডে করে রাখলে দীর্ঘ দিন পর চালালে যান্ত্রিক কোনও গোলযোগ দেখা দেওয়ার ঝুঁকি কম থাকে।

এসি-র বাইরের অংশ সপ্তাহে অন্তত এক বার করে মুছে নেওয়া জরুরি। ঝড়-বৃষ্টির মরসুম। ধুলোবালি উড়ে এসে জমা হতে পারে এসির গায়ে। ধুলো জমে জমে সমস্যা হতে পারে। ধুলোর কারণে এসির ফিল্টার, কয়েল নষ্ট হতে পারে। তাই ধুলোবালি পরিষ্কার করা জরুরি।

বর্ষায় সব সময় এসি চালানোর প্রয়োজন পড়ে না। কিন্তু কখনও যদি দরকার পড়ে, তবে এসির তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রির মধ্যে রাখাই ভাল। বর্ষার আবহাওয়ায় এই তাপমাত্রায় সবচেয়ে বেশি স্বস্তি পাবেন। তা ছাড়া, এই তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের বিলও কম আসে।

বর্ষায় এসির এয়ার ফিল্টারের বাড়তি যত্ন নিন। কারণ, এই মরসুমে এখানে জল ঢুকে কিংবা অন্য কোনও কারণে হাওয়া চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। হাওয়া চলাচল করতে না পারলে এসি খারাপ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে।