ভুলবশত ডিলিট করা ছবি যে ভাবে ফেরাবেন

08 September 2023

আপনার সঙ্গে কি কখনও এমন হয়েছে, যখন আপনি ভুল করে ফোনের সব ছবি এবং ভিডিয়ো ডিলিট করে ফেলেছেন? অনেকের সঙ্গেই কিন্তু এমনটা হয়ে থাকে।

ভুলবশত আপনি যদি ফোন থেকে সব ছবি ও ভিডিয়ো মুছে ফেলেন তাহলে চিন্তার কোনও কারণ নেই। এমন পদ্ধতি রয়েছে, যার সাহায্যে ডিলিট করা সেই ছবি বা ভিডিয়োগুলি আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারেন। 

অনেকেই হয়তো জানেন না যে, অ্যান্ড্রয়েড ফোনের গ্যালারিতে এমন একটি ফোল্ডার থাকে, যেখানে আপনার ফোন থেকে ডিলিট করা সব ছবি বা ভিডিয়োগুলি 30 দিন পর পর্যন্ত স্টোর করা থাকে।

তাই ফোন থেকে আপনি যদি কোনও ভাবে ছবি বা ভিডিয়ো ডিলিট করে ফেলেন এবং সেগুলি যদি কোনও ভাবে মুছে যায়, 30 দিনের মধ্যেই সেগুলিকে পুনরুদ্ধার করতে পারেন।

তার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে ফোনের গ্যালারি অপশনে। সেখানে একটু নিচের দিকে গেলেই আপনি Albums অপশনটি দেখতে পাবেন।

তার ঠিক নিচে দেখতে পাবেন আর একটি অপশন, যার নাম Recently Deleted। সেখানেই আপনি সেই সব ছবি বা ভিডিয়োগুলি দেখতে পাবেন, যেগুলি ভুল করে ডিলিট করে ফেলেছেন।

এবার ছবিগুলি রিকভার করুন। এখান থেকেই আপনি ফোন থেকে মুছে বা গায়েব হয়ে যাওয়া সব ছবি ও ভিডিয়ো এই পদ্ধতিতে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।

এই কাজটা আপনি Google Photos থেকেও করতে পারেন, যার জন্য আপনাকে যেতে হবে গুগলে। সেখানে একটি Trash ফোল্ডার দেখতে পাবেন।  

Google Photos এর এই ফোল্ডারটিতে 60 দিনের জন্য ডিলিট করা ছবি ও ভিডিয়ো সেভ করা থাকে। এখানে এক এক করে ফাইলগুলি সিলেক্ট করে সেগুলিকে রিকভার করতে পারেন।