3,000 টাকা ছাড়ে ঝড় তুলছে Vivo T2 Pro 5g

29 September 2023

গত সপ্তাহে Vivo ভারতের বাজারে চমৎকার একটি স্মার্টফোন নিয়ে এসেছে। বাজেট সেগমেন্টে সেই ফোনটিকে বলা হচ্ছে দেশের সবথেকে দ্রুততর এবং পাতলা হ্যান্ডসেট। সেই Vivo T2 Pro 5g-র বিক্রিবাট্টা শুরু হল এবার।

সেল শুরু হতেই ব্যাপক সাড়া ফেলেছে ফোনটি। মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে ফোনটি। তাদের মধ্যে 8GB RAM  + 128GB এবং 8GB RAM  + 256GB স্টোরেজ মডেল দুটির দাম 23,999 টাকা ও 24,999 টাকা।

তবে এই ফোন ক্রয় করতে আপনাকে এত টাকা খরচই করতে হবে না। আপনার কাছে যদি ICICI Bank এবং Axis Bank-এর ক্রেডিট কার্ড থাকে, তাহলে সরাসরি 2,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। লঞ্চ অফারে এই ছাড় মিলবে।

শুধু তাই নয়। এরপরেও আবার থাকছে 1,000 টাকার অতিরিক্ত ছাড়, যদি EMI অপশনে ফোনটি কেনেন। এখন সব মিলিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মোট 3,000 টাকার ছাড়। তবে এই অফার কিন্তু আপনি বেশি দিন পাবেন না।

Flipkart থেকে ফোনটি আপনি ক্রয় করতে পারবেন। একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে এই ফোনে। তার মধ্যে উল্লেখযোগ্য হল 6.78 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz।

পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেটের সাহায্যে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে একটি Android 13 আউট অফ দ্য বক্স ভিত্তিক Funtouch OS 13।

রয়েছে 64MP প্রাইমারি ক্যামেরা, যা OIS সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 2MP বোকে লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Vivo T2 Pro 5g ফোনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

বেশ বড় এবং শক্তিশালী একটি 4,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ওয়াটার ও ডাস্ট রেজ়িস্ট্যান্সের জন্য IP52 রেটিং প্রাপ্ত ফোনটি।