দেশের প্রথম UPI ATM লঞ্চ হয়ে গেল, যেখানে আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন। আর্থিক প্রতারণা এড়াতে ব্যাপক ভাবে কাজে লাগবে এই পরিষেবা।
জাপানি সংস্থা Hitachi-র অধীনস্থ Hitachi Payment Services ভারতে এই পরিষেবা নিয়ে এসেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে।
এই UPI ATM এর নাম হিটাচি মানি স্পট ইউপিআই এটিএম (Hitachi Money Spot UPI ATM)। ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার না করে এই পরিষেবার মাধ্যমে টাকা তুলতে পারবেন ভারতীয়রা।
UPI ATM থেকে একবার আর্থিক লেনদেনের সীমা হল 10,000 টাকা। অর্থাৎ সারা দিনে আপনি এই পরিষেবার মাধ্যমে 10,000 টাকার বেশি তুলতে পারবেন না।
UPI ATM থেকে টাকা তোলার জন্য আপনার কোনও ফিজ়িকাল কার্ড দরকার হবে না। তার পরিবর্তে UPI মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে যে কোনও অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন।
Hitachi Money Spot UPI ATM-এ গিয়ে আপনাকে প্রথমেই নির্ধারণ করতে হবে, কত টাকা তুলবেন। সেটা দেওয়ার পরেই আপনার সামনে হাজির হবে QR Code।
আপনার মোবাইলের UPI অ্যাপ থেকে ওই QR Code স্ক্যান করে নিন। একবার স্ক্যান করা হয়ে গেলেই আপনাকে ট্রানজ়াকশনের পরবর্তী ধাপে যাওয়ার জন্য UPI PIN দিয়ে দিতে হবে।
এই কাজগুলি ঠিক ভাবে করতে পারলেই এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে। এক্ষেত্রে মনে রাখবেন, একবারে 10,000 টাকার বেশি তুলতে পারবেন না।
এই ভাবে ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়া টাকা তুলতে পারলে কার্ড স্কিমিং প্রতারণা অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে। কারণ, এখানে ফিজ়িকালি কোনও কার্ডের দরকার হচ্ছে না।