17 JUN 2025

এবার আপনার হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন! আসছে নতুন ফিচার

credit:TV9

TV9 Bangla

প্রায় প্রতিদিন নিজেদের গ্রাহকদের সুবিধার্থে নতুন নতুন ফিচার নিয়ে আসে মেটা। বিশেষ করে হোয়াটসঅ্যাপে নানা ধরনের ফিচার নিয়ে এসেছে। পরিবর্তন করেছে স্ট্যাটাসের ধরনে। নিয়ে এসেছে মেটা এআই।

এবার আরও এক নতুন পদক্ষেপ নিল মেটা কর্তৃপক্ষ। এতদিন হোয়াটসঅ্যাপে কোনও রকম ব্যবসায়িক কাজকর্ম করা যেত না। অর্থাৎ কোনও বিজ্ঞাপন দেওয়া বা তার বিনিময়ে টাকা নেওয়ার সুযোগ ছিল না।

এবার সেই কাজটিই করে দেখাল হোয়াটসঅ্যাপ। প্রতিদিন প্রায় দেড়শো কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই সেই সুযোগকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত বলে খবর।

হোয়াটসঅ্যাপ খুললে স্ট্যাটাসে গিয়ে কিছু সীমিত সংখ্যক ট্যাবে দেখতে পাবেন বিজ্ঞাপন। ভিপি প্রোডাক্ট, অ্যালিস নিউটন রেক্সের মতো জানিয়েছে তারা শীঘ্রই তাদের চ্যানেলে মাসিক সাবক্রিপশন সিস্টেম চালু করবে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের জন্মলগ্ন থেকেই 'নো অ্যাড পলিসি'তে বিশ্বাসী ছিলেন সিইও জান কুম। তিনি এও বলেন বিজ্ঞাপন চলে এলে গ্রাহকরাই পণ্য হয়ে ওঠে। ২০১৪ সালে মার্ক জুকারবার্গ যখন হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে তখনও একই পলিসি বজায় রেখেছিলেন।

যদিও সংস্থাও এও স্পষ্ট করে জানিয়েছে কাউকে বিজ্ঞাপ্ন দেখতে বাধ্য করা হবে না। কেবল যারা স্ট্যাটাস দেখবেন তাঁরাই বিজ্ঞাপন দেখতে পাবেন। স্ট্যাটাস বা বর্তমানে আপডেট না দেখলে বিজ্ঞাপনও দেখতে হবে না।

ব্যক্তিগত তথ্য এবং কথোপকথনের গোপনিয়তা বজায় রাখা আজও হোয়াটসঅ্যাপের মূল চাবিকাঠি বলেই জানায় সংস্থা। আজকাল বহু ব্যবসায়িক সংস্থা নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সৃজনশীল উপায়ে নানা বিজ্ঞাপন দিয়ে থাকে।

নতুন এই ফিচার সেই সব ব্যবসায়িক সংস্থাকে আরও উন্নতি করতে সাহায্য করবে। আজ ব্যবসায়িক কথাবার্তা বলতে অনেকেই হোয়াটসাঅ্যাপ চ্যাট ব্যবহার করেন। এই নতুন ফিচারের মাধ্যমে আরও বেশি সংখ্যক গ্রাহককে সহজে আকৃষ্ট করতে পারবে সংস্থাগুলি। এতে ব্যবসাও বাড়বে।