120 June, 2025

৩০ দিন নয়, মোবাইলের রিচার্জ প্যাক ২৮ দিনেরই কেন হয়?

TV9 Bangla

Credit -  Pixabay

ইন্টারনেট ছাড়া এখন যেন জীবন অচল। ভারতে বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী।

তাদের ইন্টারনেটের চাহিদা মেটানোর জন্য টেলিকম সংস্থাগুলিও বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের রিচার্জ প্যাক আনে।

অনেকেই মাসে মাসে রিচার্জ করেন। তবে কখনও ভেবেছেন, ৩০ দিনের রিচার্জ প্যাক হয় না কেন? ২৮ দিনের রিচার্জ প্যাক কেন হয়?

জিয়ো, এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন-আইডিয়া সহ সমস্ত টেলিকম কোম্পানিই ২৮ দিনের রিচার্জ প্যাক আনে। এই ধরনের প্ল্যানের জন্য গ্রাহকদের বছরে ১২ বারের পরিবর্তে ১৩ বার রিচার্জ করতে হয়।

এর পিছনে এক বিশেষ কারণ আছে। কোনও মাস ৩০ দিনের হয়, কোনও মাস ৩১ দিনের। একমাত্র ফেব্রুয়ারি মাস ২৮ দিনের হয় লিপ ইয়ার বাদে।

সব মাসেই যদি সমান দিনের রিচার্জ প্ল্যান রাখতে হয়, তবে ২৮ দিনের বৈধতাই সঠিক।

মাসে অতিরিক্ত যে ২ দিন বা ৩ দিন থাকে, তা যদি যোগ করে দেখেন, তবে তা ২৬ বা ২৮ দিনেই দাঁড়ায়।

এর ফলে আরও এক মাসের রিচার্জ প্যাক কিনতে হয় গ্রাহকদের।