17 June, 2025
সারাক্ষণ প্লাগে চার্জার লাগানো থাকলে কতটা বিপদ হয় জানেন?
Credit - Getty Image, TV9 Network
চার্জার থেকে মোবাইল খুলে নিলেও চার্জারটি সবসময় খোলা হয় না। সুইচ বোর্ডে লাগানোই থাকে। মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচ সব ক্ষেত্রেই এমনটা করা হয়।
বিছানার পাশেও অনেক সময় লাগানো থাকে চার্জার। এই ভাবে চার্জার লাগিয়ে রাখলে বেশ কিছু ঝুঁকি থাকে।
সাধারণত যে কোনও চার্জার প্লাগ থেকে এসি কারেন্ট (alternating current) নিয়ে ডিসি কারেন্টে (direct current) রূপান্তরিত করে ডিভাইসে সাপ্লাই দেয়।
এই প্রক্রিয়ার জন্য চার্জারে ট্রান্সফরমার, সার্কিট, ফিল্টারিং এলিমেন্ট থাকা প্রয়োজন হয়।
ডিভাইস খুলে নিলেও প্রোটেকশন সার্কিটটি চালানোর জন্য সবসময়ই বিদ্য়ুৎ গ্রহণ করতে থাকে চার্জার। বিনা কারণে ফলে বিদ্যুৎ খরচ বাড়ে।
তবে বর্তমানে নতুন তৈরি হওয়া চার্জারগুলিতে স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট থাকায় অপেক্ষাকৃত কম বিদ্যুৎ খরচ হয়।
চার্জার লাগানো থাকলে ভোল্টেজ ওঠানামার কারণে খারাপ প্রভাব পড়ে। চার্জার সহজেই খারাপ হয়ে যেতে পারে।
সবসময় চার্জার প্লাগ থেকে খুলে রাখা উচিত। চার্জার বেশি গরম হয়ে গেলে সেটি ব্যবহার না করাই ভাল।