ব্যবহারকারীদের অভিজ্ঞতা সুমধুর করতে এই ফিচারগুলি এক-এক করে রোলআউট করেছে এই মুহূর্তের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি।
চ্যাট লক, HD ছবি পাঠানোর অপশন, মেসেজের জন্য নতুন এডিট অপশন, স্ক্রিন শেয়ারিং-সহ একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে তালিকায়।
এই সব ফিচারগুলিই দীর্ঘ প্রতীক্ষিত এবং ব্যবহারকারীদের জীবন আরও সহজ করে দিয়েছে। তারই মধ্যে একটি হল একটাই হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা।
অনেকেই হয়তো জানেন না, একটাই ফোনে, একটাই হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে দু'টি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।
দেখে নেওয়া যাক দুটো ফোন নম্বরে একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবেন? একই অ্যাপে আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেট করার কাজটি খুবই সহজ।
তার জন্য আপনার দরকার একটি দ্বিতীয় ফোন নম্বর এবং আর একটি সিম কার্ড অথবা এমন একটা ডিভাইস, যা মাল্টি-সিম বা eSIM প্রযুক্তি সাপোর্ট করে।
পরবর্তী ধাপগুলি হল- হোয়াটসঅ্যাপ সেটিংসে চলে যান। আপনার নামের পাশে যে অ্যারোটি দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ করুন।
এরপরে আপনাকে ‘অ্যাড অ্যাকাউন্ট’টি বেছে নিতে হবে। এখান থেকেই আপনি দ্বিতীয় অ্যাকাউন্টের সেটআপ প্রক্রিয়াটি শুরু করতে পারবেন।