21th June, 2025

ফোনে যা কথা বলছেন, সব অন্য কেউ শুনে ফেলছে না তো? কীভাবে আটকাবেন?

TV9 Bangla 

Credit -  Getty Images 

আপনি বন্ধুর সঙ্গে মোবাইল কেনার বিষয়ে কথা বলছেন, তারপরই ফোনে চলে আসছে মোবাইলের বিজ্ঞাপন?

আপনার সঙ্গে যদি এমনটা হয়, তাহলে বুঝুন গোপনে ফোন আপনার কথা শুনছে।

বিশেষ কোনও অ্যাপ না থাকলেও আপনার ফোন থেকে কথা 'লিক' হয়ে যেতে পারে। কীভাবে আটকাবেন?

কোনও স্পর্শকাতর বা ব্যক্তিগত বিষয়ে কথা হলে, নিশ্চয় চাইবেন না যে সেটা 'লিক' হয়ে যাক।

ভয় পাওয়ার দরকার নেই। এটা আটকানোর উপায় আছে। কিছু সেটিংস বদলাতে হবে শুধু।

সবার আগে ফোনের সব 'ভয়েস অ্যাসিস্ট্যান্ট' ফিচার বন্ধ করে দিতে হবে।

বন্ধ করলে ভয়েস কমান্ডে আর কোনও কাজ করতে পারবেন না। ভয়েস টাইপিং বা এআই ব্যবহার করতে পারবেন না।

অ্যান্ড্রয়েড ফোনে খুলুন Settings> Google > Account Services> Search, Assistant & Voice> Voice। Hey Google ফিচারটি বন্ধ করে দিন।

সব বন্ধ না করতে চাইলে নির্দিষ্ট কিছু অ্যাপে 'ভয়েস অ্যাসিস্ট্যান্ট' ফিচার বন্ধ করে দিতে হবে।