৬০০০এমএএইচ ব্যাটারি- সহ ভারতে লঞ্চ হতে পারে টেকনো পোভা নিও। 

আগামী ২০ জানুয়ারি এই ফোন লঞ্চ হবে ভারতে।

১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে টেকনো পোভা নিও ফোনে। 

টেকনো পোভা ২ ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা নিও ফোন।

এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর থাকতে পারে।