১৫ ডিসেম্বর ভারতে আসছে টেকনো স্পার্ক ৮টি ফোন। দেখে নেওয়া যাক সম্ভাব্য ফিচার। 

এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। 

টেকনো স্পার্ক ৮টি ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। 

টেকনো স্পার্ক ৮টি স্মার্টফোনের মোট চারটি কালার অপশন থাকছে – আতলান্তিক ব্লু, কোকোয়া গোল্ড আইরিস পার্পল এবং তুর্কোইজ় সিয়ান।

অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোন প্রি-অর্ডার করা যাবে ১৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে।