তেজস্বী প্রকাশের নিত্য নতুন ফটোশ্যুট শুধু প্রেমিক করণ কুন্দ্রার নয়, ভক্তকুলের হৃদয়ের পারদ বাড়িয়ে দেয়টেলিভিশেনর পরিচিত মুখ তেজস্বী প্রকাশবিগ বস খেতাব জেতার পর তাঁর ভক্তকুলের সংখ্যা বেড়েছে।করছেন নিত্য নতুন ফটেশ্যুটতাঁর এমন টোনড পীঠের ছবি দেখে প্রেমিক করণ কুন্দ্রা মুগ্ধনাগিন ৬-এর অভিনেত্রীর এই লুক ভক্তকুলের হৃদয়ের পারদও বাড়িয়ে তোলে।