বেশ কিছুদিন ধরেই ভারতের নেটদুনিয়ায় Telegram-র জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে।

সম্প্রতি এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে ইউজ়ারদের জন্য বেশ কিছু নতুন ফিচার এসেছে।

এই ফিচারগুলির একটি দারুণ সংযোজন হল রিয়েল টাইম চ্যাট ট্রান্সলেশন।

Telegram-এ ফিচারটি চালু হলে অটোমেটিক সমস্ত চ্যাট রিয়েল টাইমে অনুবাদ করে দিতে পারবে।

তবে এই সুবিধা ব্যবহার করতে ইউজ়ারদের Telegram-র প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে।

কোনও প্রিমিয়াম মেম্বার অ্যাপে রিয়েল টাইম অনুবাদের ফিচারটি পেয়ে যাবেন।

যে ভাষায় অনুবাদ করতে চান, তা সিলেক্ট করতে হবে, তবে ইউজ়াররা আসল ভাষা দেখার অপশনও পাবেন।