shruti das 3

ঐন্দ্রিলা আমার অনুপ্রেরণা: শ্রুতি 

06 September 2023

Shruti-Food

নেলপালিশ পরতে পছন্দ করেন কমবেশি সব মেয়েরাই। জামার রঙের সঙ্গে মিলিয়ে নেলপালিশ

shruti das 10

গত বছর ডিসেম্বরে একটা খবরে মুষড়ে পড়েছিল গোটা টলিউড। ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিল ঐন্দ্রিলা শর্মা 

ঐন্দ্রিলার ছবি শেয়ার করে কী লিখলেন তিনি? হাসি হাসি দুটি মুখ-- শ্রুতি ও ঐন্দ্রিলা পরে থাকেন তাঁরা

সোনালী দিনের ছবি শেয়ার করে শ্রুতি লেখেন, "হেরে গেছি ভেবেও যাতে দেখে উঠে দাঁড়াই" পরে থাকেন তাঁরা

এখানে না থেমে তিনি আরও লেখেন, "ঐন্দ্রিলা আমার অনুপ্রেরণা"। ঐন্দ্রিলা চলে গিয়েছেন। 

কিন্তু তাঁর পরিবারের সঙ্গে আজও যোগাযোগ রয়েছে শ্রুতির। তাঁর মায়ের সঙ্গে কথা হয় 'রাঙা বউ'-এর পরে থাকেন তাঁরা

এই মুহূর্তে বেজায় ব্যস্ত শ্রুতির। সদ্য বিয়ে করেছেন তিনি। এখন তাঁকে দেখা যাচ্ছে 'রাঙা বউ' ধারাবাহিকে 

না থেকেও আছেন তিনি। সে কথা যেন আরও একবার মনে করিয়ে দিলেন শ্রুতি।