এক সময় আদর্শ বউমা চরিত্রে অভিনয় করতেন হিনা খান।
বিগ বিস-এর বাড়িতে তাঁকে দর্শক প্রথমবার অন্য অবতারে দেখেন।
তিনি শোতে শিল্পা শিন্ডের কাছে পরাজিত হলেও, ভক্তরা তাঁকেই জয়ী মনে করেন আজও।
তিনি কান চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্ব করেন।
আজকাল প্রায়ই তিনি তাঁর বোল্ড লুকের ছবি পোস্ট করেন।
বিশেষ করে তাঁর এই বিকিনি লুকে মুগ্ধ ভক্তরা।
ইন্টারনেটে আগুন ধরাচ্ছেন বলেই মনে করেন ভক্তরা তাঁর এই অবতারে।