সম্প্রতি টেনিসকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছেন ২০টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেডেরার
চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে উইম্বলডন খেতাবই সব চেয়ে বেশি বার জিতেছেন ফেডেরার
২০০১ সালে ১৯ বছরের তরুণ ফেডারার পিট সাম্প্রাসকে হারিয়ে টেনিস বিশ্বকে চমকে দিয়েছিলেন
২০০৩ সালে অজি তারকা মার্ক ফিলিপউসিসকে হারিয়ে প্রথম বার উইম্বলডন ট্রফি হাতে তুলে নিয়েছিলেন
২০০৩ সাল থেকে পরপর পাঁচ বার উইম্বলডন ট্রফি হাতে তুলে নিয়েছিলেন ফেডেক্স
২০০৯ সালে মার্কিন টেনিস প্লেয়ার অ্যান্ডি রডিককে হারিয়ে কেরিয়ারের ১৫তম গ্র্যান্ড স্লাম জিতে নেন ফেডেক্স এবং ছাপিয়ে যান পিট সাম্প্রাসকে
২০১৭ সালে মারিন চিলিচকে হারিয়ে শেষবার উইম্বলডন খেতাব জিতেছিলেন ফেডেরার