অয়েল-বেসড ক্লিনজার ব্যবহার করুন। তারপর আবার ফোম-বেসড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

ত্বক এক্সফোলিয়েট করুন। তারপর অবশ্যই টোনার ব্যবহার করবেন।

এরপর প্রথমে অ্যামপুল মেখে নিন। তারপর সিরাম লাগিয়ে নিন।

এরপর শিট মাস্ক ব্যবহার করতে ভুলবেন না। এটা কোরিয়ান স্কিন কেয়ারের অবিচ্ছেদ্য অংশ।

শিট মাস্ক ত্বককে হাইড্রেটেড রাখে। শিট মাস্ক ব্যবহার করলে আর ময়েশ্চারাইজার ব্যবহারের প্রয়োজন নেই।

এরপর চোখের যত্ন নিন। চোখের চারপাশে ভাল করে আই ক্রিম লাগিয়ে নিন।

শেষ ঠোঁটের যত্ন নিন। ঠোঁট এক্সফোলিয়েট করে লিপ বাম লাগিয়ে নিন।