শুষ্ক ত্বকের সমস্যায় জুড়ি মেলা পদ্মের পাপড়ির।
কোমল ত্বক প্রদানের পাশাপাশি বলিরেখা রুখে দেয় পদ্ম।
বিভিন্ন প্রসাধনী পণ্যে আপনি পদ্মের পাপড়ির ব্যবহার দেখতে পাবেন।
বাড়িতেও আপনি পদ্মের পাপড়ি দিয়ে হাইড্রেটিং মাস্ক বানিয়ে নিতে পারেন।
কয়েকটা পদ্মের পাপড়ি বেটে নিন কিংবা ২ টেবিল পদ্মের পাপড়ির গুঁড়ো নিন।
এর সঙ্গে ১ টেবিল চামচ করে অ্যালোভেরা জেল ও গোলাপ মিশিয়ে মুখে লাগান।
শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন ত্বক নরম হয়ে গিয়েছে।