পুভার দ্বীপপুঞ্জ- পর্যটকদের জন্য তৈরি কেরলে তৈরি করা হয়েছে কৃত্রিম ব্যাকওয়াটার সেখানেই গড়ে উঠেছে এই টুরিস্ট টাউন

ল্যান্ডুর- মুসৌরির কাছে ছোট্ট এক শহর ল্যান্ডুর। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক মোক্ষম জায়গা।

ওশিয়ান- যোধপুরের এই ছোট্ট শহরে স্থাপত্য এবং ইতিহাসে ঠাসা। এই শহরে সেইরকম ভাবে পর্যটকেরা আসেন না।

ভেলাপুরি- ঝরণা, পাহাড়, চা-বাগানে ঠাসা এই ছোট্ট শহরে নিজস্ব প্রাণ আছে। পর্যটকদের ভাল রাখে এই শহর।

নাকো- স্পিতি ভ্যালির পাশেই অবস্থিত ছোট্ট গ্রামটি। চারিদিকে পাহাড়ে ঘেরা উপত্যকা, তার মধ্যে ছোট্ট একটি গ্রাম।