টাটা টি মিউজিয়াম আর সুন্দর জলপ্রপাতকে ঘিরে রয়েছে পর পর চা বাগান। কেরালার মুন্নার দেশের সেরা টি ডেস্টিনেশনের মধ্যে অন্যতম।
বিশ্বের অন্যতম সুস্বাদু ও বিলাসবহুল চায়ের মধ্যে দার্জিলিং চা অন্য়তম।
নীলগিড়ি পর্বতের গা বেয়ে গজিয়ে উঠেছে বিশাল চা বাগান। তামিলনাড়ুর মাদুমালাই হল অন্যতম জনপ্রিয় তা বাগান।
কর্ণাটকের মুলিগান গিরির গা বেয়ে রয়েছে ছিকামারালুর চা বাগান। ট্রেকারদের স্বর্গরাজ্য।
দেশের অন্যতম সেরা টি ডেস্টিনেশন হল অসমের ডিব্রুগড়।