বসন্তে স্বাস্থ্যের যত্ন নিতে চায়ে চুমুক দিন। কিন্তু কোন চা পান করবেন জানেন কি?
বসন্তের আবহে ক্যামোমাইলের চা পান করতে পারেন।
ক্যামোমাইলের চা মূলত মানসিক চাপ কমাতে এবং অনিদ্রার সমস্যা দূর করতে সাহায্য করে।
কিন্তু এই ভেষজ চা পান করলে বসন্তে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।
এছাড়া আপনি লেমন জিঞ্জার হার্বাল টি পান করতে পারেন। এই চায়ে লেবু ও আদার গুণ পাবেন।
বসন্তে রোগের হাত থেকে আপনাকে সুরক্ষিত রাখতে পারে এই লেবু ও আদা চা।
তাছাড়া ঋতু পরিবর্তনের সময় যে কোনও ভেষজ চা পান করতে পারেন।