রূপচর্চার জগতে নাম কেড়েছে টি ট্রি অয়েল।

মেলালেউকা অল্টারনিফোলিয়া গাছের পাতা থেকে এই এসেনশিয়াল অয়েল তৈরি হয়।

পায়ের নখ থেকে মাথার চুলের যাবতীয় সমস্যা দূর করে টি ট্রি অয়েল।

ত্বকের প্রদাহ কমায় এবং সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেয় টি ট্রি অয়েল।

টি ট্রি অয়েলের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণর সমস্যা কমায়।

এছাড়া নখের সংক্রমণকে দূরে রাখতে সাহায্য করে এই এসেনশিয়াল অয়েল।

খুশকির সমস্যা দূর করতেও সহায়ক টি ট্রি অয়েল।

শ্যাম্পুর সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করলেই স্ক্যাল্পের যাবতীয় সমস্যা কমবে।

এমনকী কাটাছেঁড়া, ক্ষতর উপর টি ট্রি অয়েল লাগালে তা দ্রুত নিরাময় হবে।