শ্বেতা তিওয়ারিকে কসৌটি জিন্দেগী কি সিরিয়ালে ঘরোয়া চরিত্রে দেখেছিলেন দর্শক। পর্দায় বাইরে তাঁর ৪০-এর পরও সেক্সি লুকে মুগ্ধ ভক্তরা।
হিনা খান মানেই মিষ্টি বউমা। কিন্তু তাঁর এই বোল্ড-সেক্সি লুক একেবারে অন্য কথা বলে।
দিবাঙ্কা ত্রিপাঠী মানেই আদর্শ বউমা। পর্দার বাইরে তাঁর হট লুকে মুগ্ধ ৮ থেকে ৮০-র ভক্তরা।
রুবিনা দিলাইক বেশ অন্য রকম চরিত্রে অভিনয় করেন। তিনি প্রায়ই তাঁর বোল্ড ছবি দিয়ে দর্শকদের অবাক করেন।
দেবলীনা ভট্টাচার্যকে ঘরোয়া বউমা দেখলেও, বাস্তবে তিনি প্রায়ই তাঁর বোল্ড লুকের ছবি দিয়ে দর্শকদের অবাক করে দেন।
রেশমি দেশাই মানেই মিষ্টি ঘরোয়া মেয়ে। কিন্তু তিনি মোটেও আসলে তা নন, বরং উল্টোটা। বেশ হট অ্যান্ড সেক্সি ছবি দিয়ে তা বুঝিয়ে দেন।
নিয়া শর্মাকে টেলিভিশনে ঘরোয়া চরিত্রে পাওয়া গেলেও, অফস্ক্রিন তিনি খুবই বোল্ড ছবি দিয়ে ভক্তদের চমকে দেন।
এরিয়া ফার্নান্ডেসকে সকলেই বেশ ঘরোয়া চরিত্রে পর্দায় দেখলেও তিনি বেশ হট অ্যান্ড সেক্সি।