নামের প্রথম অক্ষর B দিয়ে শুরু! কতটা ভাগ্যবান?
নামশাস্ত্র অনুসারে, B বা ব অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষেরা সাধারণত কর্কট ও চন্দ্রের রাশির অন্তর্ভুক্ত হোন।
নাম শাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষরে B বা ব থাকলে, সেই ব্যক্তি নির্ভীক হোন।
প্রেম জীবনেও ওই ব্যক্তি খুবই ভাগ্যবান হোন। প্রেম করেই সাধারণত বিয়ে করেন তাঁরা।
এরা খুব সুন্দর দেখতে হোন। সাহসী ও পরিশ্রমীও হোন।
ছোটখাটো বিষয়ে দ্রুত রেগে যাওয়া এদের অভ্যেস। অপরজনের কথায় তাড়াতাড়ি প্রভাবিতও হোন।
তবে দ্রুত ঝগড়া ভুলে গলেও যান। মনেও থাকে না কী কাণ্ড ঘটিয়েছেন আগে।