ত্বকের যত্নে শুধু ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংই যথেষ্ট নয়। প্রয়োজন পুষ্টিরও।
ত্বকের প্রতিটি কোষকে সুস্থ রাখতে ভিটামিন সি অপরিহার্য।
ভিটামিন সি ত্বকের উপর অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
এই পুষ্টি কোলাজেন এবং ইলাস্টিন উৎপাদনে সহায়তা করে।
উজ্জ্বল, মসৃণ ও নিখুঁত ত্বকের জন্য আপনাকে ভিটামিন সি-এর সাহায্য নিতেই হবে।
ভিটামিন সি সিরাম এখন রূপচর্চার দুনিয়ায় রাজ করছে। এটা আপনিও ব্যবহার করতে পারেন।
এছাড়া ডায়েটে ভিটামিন সি-সমৃদ্ধ তাজা ফল ও সবজি রাখুন। তবেই মিলবে গ্লো।