বিশ্বসুন্দরী ঐশ্বার্য রাই বচ্চন তাঁর মেয়ে আরাধ্যাকে নিয়ে বেশ সরক্ষণশীল।
তিন সন্তানের মা গৌরি খান। নায়িকা নন, কিন্তু যে কোনও নায়িকাকে বলে বলে গোল দিতে পারেন স্টাইল আর হটনেসে।
অনুষ্কা শর্মা স্টাইলিশ ভামিকা-র।
ভিয়ান এবং সামিশার হট, বোল্ড মা শিল্পা শেট্টি।
তৈমুর এবং জাহাঙ্গীরের মা করিনা নিজের হটনেস ফিকে হতে দেন না কখনওই।
১৯ বছরের আরহান খানের মা মালাইকা আরোরা স্টাইল-হটনেসে মুগ্ধ ৮ থেকে ৮০।
জাইন, মিশা-দুই সন্তানের মা শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। তাঁর স্টাইল টক অফ দ্যা টাউন।