আফ্রিকার প্রাচীন নামিব মরুভূমি ও আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জলের মধ্যে সাদা বালির মরুভূমি অবস্থিত।

একে নরকের উপকূল বলে চিহ্নিত করেছিলেন পর্তুগিজ নাবিকরা।

১৮৫৯ সালে সুইডিশ অভিযাত্রী এবং প্রকৃতিবিদ চার্লস জন অ্যান্ডারসন যখন উপকূল পরিদর্শন করেন।

অনেকের ধারণা, বহু প্রাচীন কাল থেকেই আফ্রিকার মানুষ বলি দেওয়ার পর পশুর দেহ ভাসিয়ে দিত সমুদ্রে।

আটল্যান্টিক মহাসাগরের বুকে জাহাজডুবির ঘটনাও তো কম ঘটেনি। সমুদ্রের স্রোতের সঙ্গে সঙ্গে সেইসব কঙ্কাল এসে জমা হয়েছে নামিবিয়ার উপকূলে।