ইস্টোনিয়া, ল্যাটিভা ও স্লোভিনিয়া- এই তিন ইউরোপিয়ান দেশ রয়েছে দশম স্থানে। এ বছর ১৮১টি দেশে যেতে পারবেন এই দেশের পাসপোর্ট হোল্ডাররা।
নবম স্থানে রয়েছে লিথুয়ানিয়া ও স্লোভাকিয়া দেশে। যাওয়া যাবে মোট ১৮২টি দেশে।
অষ্টম স্থানে রয়েছে পোল্যান্ড ও হাঙ্গেরি। যাওয়া যাবে মোট ১৮৩টি দেশে।
সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক রিপাবলিক, গ্রিস, মাল্টা। মোট ১৮৫টি দেশে যেতে পারবেন এই তিন দেশের পাসপোর্ট হোল্ডাররা।
ষষ্ঠ স্থানে রয়েছে বেলজিয়াম, নিউ জিল্যান্ড, নরওয়ে, সুত্জারল্যান্ড, ইউকে ও মার্কিন যুক্তরাষ্ট্র। ভ্রমণ করতে পারবেন মোট ১৮৬টি দেশে।
পঞ্চম স্থানে আছে আয়ারল্যান্ড ও পর্তুগাল। ট্রাভেল করতে পারবে ১৮৭টি দেশে।
চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস ও সুইডেন।
তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, ইতালি, স্পেন। এবছর ভ্রমণের জন্য পারি দিতে পারবেন ১৮৯টি দেশে।
দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, দক্ষিণ কোরিয়া। ১৯০টি দেশে পাড়ি দিতে পারবেন এই দুই দেশের পাসপোর্ট হোল্ডাররা।
প্রথম স্থানে রয়েছে জাপান ও সিঙ্গাপুর। ১৯২টি দেশে যেতে পারবেন এই দুই দেশের বাসিন্দারা।