পুজো শেষ। কিন্তু রয়েছে এখনও তার রেশ রূক্মিনী মৈত্রের জীবনে।
পুজোর সাজে ছবি পোস্ট করে এই ক্যাপশনই দিয়েছেন অভিনেত্রী।
তিনি এখন ছুটির মুডে। বেড়াতে গিয়েছেন গ্রিসে।
সেখান থেকে দিচ্ছেন একের পর ছবি।
সঙ্গে দেবও রয়েছেন। যদিও একসঙ্গে কোনও ছবি দিচ্ছেন না, তবে ছবি থেকে অনুমান করতে কারও কোনও অসুবিধে হচ্ছে না।
তিনি নটীবিনোদিনী চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে যেন তারই ঝলক।
পুজোর রেশ কাটিয়ে তিনি আবার ফিরবেন সিনেমা আর ডান্সের মঞ্চে কবে তার অপেক্ষা ভক্তদের।