হিন্দুদের কাছে কৈলাশ পর্বত অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। মনে করা হয়, কৈলাশ শৃঙ্গ হল দেবাদিদেব মহাদেবের নিভৃত আবাসস্থল।

শুধু হিন্দুদের কাছেই নয়, বৌদ্ধদের কাছেও পবিত্র। মনে করা হয়, কৈলাশ পর্বতে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন ধ্যানের দেবতা হেরুকা চক্রসাম্ভারা।

জৈনরা মনে করেন, প্রথম তীর্থঙ্কর ঋষভদেব নির্বাণ লাভ করেছিলেন ওই কৈলাশ পর্বতের মধ্যেই।

যুগ যুগ ধরে অনেক রহস্যের আধার হয়ে পিরামিডের মতো দাঁড়িয়ে রয়েছে কৈলাশ পর্বত। অনেকের মতে, অলৌকিক এই পর্বত নিজে নিজে বিভিন্ন রঙ ধারণ করে থাকেন।

অনেকের মতে, কৈলাসের কাছে পৌঁছে যাওয়া তীর্থযাত্রীদের শরীরে নানা বদল দেখা যায়।

দ্রুত বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। নখ ও চুল বেড়ে যায় অস্বাভাবিকভাবে।

অন্যদিকে, কৈলাস পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা হল ৮,৮৪৯ মিটার।

প্রতি বছর হাজার হাজার মানুষ এভারেস্টের চূড়ায় চড়লেও কৈলাস পর্বত আরোহন করার ক্ষমতা হয়নি কারওর।

মনে করা হয়, পর্বতের অধিপতি মহাদেব তাঁর বসবাসের জায়গায় কৈলাসের কাছে আসতে দেন না। তাই নানা রকম অলৌকিক ঘটনার সাক্ষী থাকতে হয়েছে বিভিন্ন দেশের গবেষকদের।