প্রথমবার বাবার প্রযোজনায় জাহ্নবী কাপুরের প্রথম ছবি মিলি-র টিজার আজ মুক্তি পেল।
বনি কাপুর প্রথম মেয়ের ছবির একটা লুক পোস্ট করেন।
তারপর জাহ্নবী একই ছবি পোস্ট করে ক্যাপশন দেন, ‘এক ঘণ্টায় বদলে যাবে তার জীবন’।
এর সঙ্গে ছবির আরও একটি লুক পোস্ট করেন জাহ্নবী। সঙ্গে জানিয়ে দেন আজই করবে টিজার লঞ্চ।
শুধু প্রযোজনা নয়, ছবিতে মেয়ের সঙ্গে অভিনয়ও করবেন বনি।
ছবির পরিচালক মাথুকুট্টি জেভিয়ার। মালায়ালাম ছবি হেলেন-এর রিমেক মিলি।
সানি কৌশল করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়। ৪ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ছবি।