দক্ষিণের হার্টথ্রব তারকা বিজয় দেবেরাকোন্ডা।
'লাইগার' ছবি দিয়ে তিনি হিন্দি ছবিতে ডেবিউ করতে চলেছেন।
প্রথম হিন্দি ছবির পোস্টার দিয়েই শুরু ট্রোলড হওয়া। গোলাপ দিয়ে ঢাকা ন্যুড এই লুক ইতিমধ্যেই বিতর্কের মুখোমুখি।
আবার বেরিয়েছে ছবির প্রথম গান 'আকড়ি পাকড়ি'। যা ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে।
দুই দিন পর অর্থাৎ ২১ জুলাই মুক্তি পাবে ছবির ট্রেলার। তার আগে এল আগুন লাগানো এই পোস্টার। ছবি এই বছর আগস্টে মুক্তি পাবে।