চিনের অন্যতম বিখ্য়াত বৃক্ষ হল মেডনহেয়ার ট্রি। গু গুয়েন বৌদ্ধ মন্দিরে বিশেষ করে দেখা যায়।
দক্ষিণ আমেরিকার ফার্ন গাছ বিশ্ববিখ্যাত। ২০ মিটার দীর্ঘ এই গাছের বেগুনি রঙের ফুল দেখা যায়।
মরোক্কো ও পশ্চিম আলগেরিয়া এলাকায় সুন্দর অর্গান গাছের সৌন্দর্য সকলকে মোহিত
আমেরিকার লেকে বাল্ড সাইপ্রাস গাছ বেশি দেখা যায়।
এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকায় বিশেষ করে দেখা যায় এই পন্থাস বিচ।
ইয়েমেনের সকোত্রা আইল্যান্ডের অদ্ভূত একটি গাছ। এই গাছের যেকোনও অংশ কাটলেই লাল রঙের পদার্থ বের হয়।
উত্তর আমেরিকার পাইন গাছের মত দেখতে আসপেন গাছ সাধারণত ১৫ থেকে ৩০ মিটার হয়ে থাকে।