ঠান্ডা লেগে দাঁতের যন্ত্রণা হচ্ছে, মাড়ি ফুলেছে? হেঁশেলেই রয়েছে সমাধান।

দাঁতে ব্যথা হলে গরম জলে নুন দিয়ে কুলকুচি করুন। এটা দিনে ৩-৪ বার করতে হবে।

মুখের মধ্যে দুটো লবঙ্গ ফেলে রাখতে পারেন। এতে দাঁতের যন্ত্রণা কমে যাবে।

প্রয়োজনে আপনি টুথপেস্টের সঙ্গে লবঙ্গ তেলও ব্যবহার করতে পারেন।

মাড়ি ফুলে গেলে পুদিনা পাতার চা পান করতে পারেন। এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়।

এক কোয়া রসুন থেঁতো করে তাতে নুন দিয়ে দাঁতে লাগান।

এই প্রাকৃতিক উপাদানগুলোর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আপনাকে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি দেবে।