স্নান করার সময় এই ৫ ভুল এড়িয়ে চলুন

স্নানের সময় সাবান ও শ্যাম্পু রাসায়নিক দ্রব্য  থেকে সাবধানে থাকা উচিত।  নাহলে ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে।

অনেকক্ষণ ঘরে সাবান বা শ্যাম্পু ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যায়।  তাই শরীর ও চুল ভালভাবে ধুয়ে নেওয়া গুরুত্বপূর্ণ।

দীর্ঘক্ষণ ধরে স্নান করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।  ত্বক লাল ও সংবেদনশীল হয়ে উঠতে পারে।

হার্ভার্ড হেলথের মতে, শ্যাম্পু , কন্ডিশনার, সাবান, পারফিউম ও অন্যান্য উপাদানেরও অসুবিধা রয়েছে। বেশি ব্যবহারে অ্যালার্জিও হতে পারে।

১৫ মিনিটের বেশি স্নান না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

স্নানের সময়কালও বেশ গুরুত্বপূর্ণ। তবে স্নানের কোনও আদর্শ ফ্রিকোয়েন্সি নেই।