ডিম হল প্রোটিনের সমৃদ্ধ উৎস। তাই রোজ ডিম খেলেও কোন ক্ষতি নেই।

একটা ডিমের মধ্যে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। ডিম খেলে প্রোটিনের ঘাটতি হবে না।

কিন্তু অনেকেই রয়েছেন, যাঁরা ডিম খেতে পছন্দ করেন না। নিরামিষ খাবার পছন্দ করেন।

ডিমের চাইতেও বেশি প্রোটিন রয়েছে এই ৫ নিরামিষ খাবারে।

এক বাটি ডাল খেতে পারেন। কিংবা ডালের তৈরি যে কোনও পদে প্রোটিনের ঘাটতি মিটে যাবে।

৩০ গ্রাম কুমড়োর বীজে রয়েছে ৮.৫ গ্রাম প্রোটিন। তাছাড়া এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে।

ছোলা খেতে পারেন। ১/২ কাপ ছোলা খেলে আপনার দেহে প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে।

আমন্ড বাটার খেতে পারেন। ২ চামচ আমন্ড বাটারে ৭ গ্রাম প্রোটিন থাকে।

এক কাপ সোয়াবিনে ২৯ গ্রাম প্রোটিন থাকে। ডিম না খেলে এসব খাবার খেতে পারেন।