গরম যেহেতু বাড়ছে তাই শরীরকে ঠান্ডা রাখবে এমন খাবার খেতে হবে।
এই সময় বেশি করে তরমুজ খান। এই ফলে জলের পরিমাণ বেশি।
গরমে প্রতিদিনের ডায়েটে টক দই রাখুন। টক দই গরমের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
প্রয়োজনে ঘোল বানিয়েও খেতে পারেন। এতে গরমে হজম স্বাস্থ্যও ভাল থাকবে।
শসার মতো উপকারী ফল খুব কমই রয়েছে। শসা গরমে শরীরকে ঠান্ডা রাখে।
লেবুর জল বানিয়ে খেতে পারেন। এতে শরীর হাইড্রেটেড থাকবে।
কাঁচা পেঁয়াজ খান। এটি আপনাকে গরমে স্ট্রোকের হাত থেকে রক্ষা করবে।