আগাম মৃত্যুর খবর জানান দেয় যে সব প্রাণী!

যমের দুয়ারে যাওয়ার আগেই মৃত্যুর খবর জেনে যায় এই প্রাণীগুলি...

কালো প্রজাপতিকে অনেকেই অশুভ বলে মনে করেন। বিশেষ করে ইউরোপীয়রা এই ধারণায় বিশ্বাসী।

দক্ষিণ আমেরিকায় বাদুড়কে যমের দূত বলে মনে করা হয়।

প্রাচীন প্রবাদ, পেঁচা গান গাইলে জানতে হবে, কারোর মৃত্যু আসন্ন।

কালো ঘোড়াকেও যমের দূত বলে মনে করে ইউরোপ।

সাদা পেঁচা লক্ষ্মীর বাহন হলেও ইউরোপে একে মৃত্যুর পূর্বাভাস বলে মনে করা হয়।