সুস্মিতা সেনের বাবা সুবীর সেন ভারতীয় এয়ারফোর্সের কমান্ডার ছিলেন।

ডা. অশোক চোপড়া ভারতীয় সেনা বাহিনীর চিকিৎসক ছিলেন। তিনি বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার বাবা।

প্রীতি জিন্টার বাবা দুর্গানন্দ জিন্টা ভারতীয় সেনাবাহিনির অফিসার ছিলেন। প্রীতির ১৩ বছর বয়সে তিনি গাড়ি দুর্ঘটনায় মারা যান।

লারা দত্তার বাবা এল.কে দত্ত ছিলেন ভারতীয় এয়ারফোর্সের উইং কমান্ডার।

চিত্রাঙ্গদা সিংয়ের বাবা নীরঞ্জন সিং ভারতীয় সেনাবাহিনীর কর্ণেল ছিলেন।

অনুষ্কা শর্মার বাবা অজয় কুমার শর্মাও  ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্ণেল ছিলেন।

গুল পনাগের বাবা এইচ.এল পনাগ ভারতীয় সেনার লেফটেন্ট জেনারেল ছিলেন।

নেহা ধুপিয়ার বাবা কমান্ডার প্রদীপ সিং ধুপিয়া ভারতীয় নৌসেনাবাহিনীতে  ছিলেন।