শাহরুখ খান সিনেমায় আসার আগে তাঁর বহুদিনের প্রেমিকা গৌরিকে বিয়ে করেন। গৌরি ইন্টিরিয়র ডিজাইনার।
বরুণ ধাওয়ান তাঁর ছোটবেলা বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করেন। নাতাশা ফ্যাশন ডিজাইনার।
বেশ কয়েকজন বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করলেও শাহিদ কাপুর শেষ পর্যন্ত দেখাশোনা করে বিয়ে করেন মীরা কাপুরকে।
বিপাশার সঙ্গে সম্পর্ক ভাঙার পর জন আব্রাহাম বিয়ে করেন প্রিয়া রানঞ্জলকে। তিনি একজন ব্যাঙ্কার।
আয়ুষ্মান খুরানাও তাঁর আইডল শাহরুখের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার আগেই বিয়ে করেন তাহিরা কাশ্যপকে। তাহিরা লেখিকা।
ছয় বছর সম্পর্কে থাকার পর ইমরান হাসমি পরভীন সাহানিকে বিয়ে করেন। ইমরানের পর্দার জীবন কখনই তাঁর ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করেনি।
সঞ্জয় দত্তের বর্তমান স্ত্রী মান্যতা। তিনি দুই একটি ছবিতে ডান্স আইটেম করলেও মুলত অ্যান্থপনার।
ফিরোজ খানের পুত্র ফারদিন খানের স্ত্রী নাতাশা মাধওয়ানি বলিউড অভিনেত্রী মমুতাজের মেয়ে। দুইজনের বাবা-মা একসঙ্গে অনেক ছবি করেন। তবে নাতাশা সিনেমা জগতের বাইরেই থাকেন।