'ওল্ড ইজ গোল্ড'! বিশ্বের প্রাচীনতম শহর কোনগুলি?
প্রায় প্রতিটি মহাদেশেই বিশ্বের প্রাচীনতম শহরের হদিশ পাওয়া যাবে। সঙ্গে প্রাচীন সংস্কৃতি ও সৌন্দর্যও আকর্ষণ করবে পর্যটকদের।
আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এখনও প্রাচীনতম শহরগুলি অবিচ্ছিন্নভাবে বিরাজ করছে। এই শহরগুলি প্রাচীন ইতিহাস ও অস্তিত্বকে বারবার মনে করিয়ে দেয়।
বারাণসী হল ভারতের সবচেয়ে প্রাচীনতম শহর। উত্তরপ্রদেশের এই ঐতিহ্য়বাহী শহরে প্রবেশ করা মাত্রই মনে হবে ১১ শতকের এক প্রাচীন ভারতে প্রবেশ করে ফেলেছেন।
ইউরোপের বার্লিন শহর হল প্রাচীন ইতিহাসের সমৃদ্ধ শহর। প্রাচীনতম শহরটি নাত্সি শাসনের রাজধানী হিসেব বিশ্ব ইতিহাসে জ্বল জ্বল করছে।
রোমান ইতিহাসে ইতালির ভূমিকা গুরুত্বপূর্ণ। রোমের প্রাচীন ও আধুনিক স্থাপত্যের স্বতন্ত্র্য নিদর্শন রয়েছে এখানে। এখানে একাধিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে।
গ্রিসের রাজধানী ও বৃহত্তম শহর হল এথেন্স। রোমান, অটমান ও বাইজেন্টাইন সভ্যতাগুলি সাড়ে সাত বছরের অস্তিস্তকে আঁকড়ে ধরে রেখেছে।
ইউরোপের সবচেয়ে ঐতিহাসিক শহরগুলির মধ্যে প্রাগ হল অন্যতম। বিশ্ববিখ্যাত লেখক ফ্রাঞ্জ কাফকা ও শিল্পী আলফন্স মাচার জন্ম হয়েছিল প্রাগের মাটিতেই।