ডি-হাইড্রেশনের সমস্যা করাও অজানা নয়

শরীরে আর্দ্রতার অভাবকেই ডি-হাইড্রেশন বলে

বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে 

এমন কিছু পানীয় রয়েছে যা পান করলে শরীরে আর্দ্রতার সমস্যা হয়

 কফি খেলে ডি-হাইড্রেশনের সমস্যা হয়

চা খেলও এই সমস্যা দেখা দিতে পারে 

সফ্ট ড্রিঙ্ক খেলে শরীরে আর্দ্রতার ঘাটতি ঘটে

হাই প্রোটিন স্মুদি খেলে ভাবছেন উপকার হবে? কিন্তু না এতে শরীর শুষ্ক হয়ে যায়