ক্যালকুলেটর: আজকাল মানুষ স্মার্টফোনেই ক্যালকুলেটর ব্যবহার করেন।
ডিজিটাল ক্যামেরা: স্মার্টফোনে অত্যাধুনিক ক্যামেরা আসায় ডিজিটাল ক্যামেরার ক্রেজ আর নেই।
GPS নেভিগেশন: এটিও আর লাগেনা, বদলে এসে গিয়েছে গুগল ম্যাপ।
MP3 প্লেয়ার: এই গ্যাজেটটি আর পাওয়া যায় না বললেই চলে, সবই রয়েছে স্মার্টফোনে।
টর্চ: স্মার্টফোনে টর্চ থাকতে কে আর আলাদা করে টর্চ সঙ্গে রাখে!
রেডিও: লুপ্তপ্রায় একটি গ্যাজেট, ফোনেই রয়েছে অটো টিউন FM।
অ্যালার্ম ক্লক: অ্যালার্ম এখন স্মার্টফোনেই উপলব্ধ, দেওয়া যায় একাধিক সময়ে।