চিনি খেলে বাড়বে বলিরেখা। কিন্তু মুখে চিনি মাখলে বাড়বে ত্বকের জেল্লা।

চিনিকে আপনি মুখে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। এতে মরা কোষ দূর হয়ে যায়।

চিনি দিয়ে আপনি নিজেই স্ক্রাব বানিয়ে নিতে পারেন। রইল টিপস...

চিনির সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে নিয়ে ত্বকে লাগান। এটি মুখ থেকে সমস্ত ময়লা দূর করে দেবে।

১ চামচ মাচা গ্রিন টি নিন। এতে চিনি ও অলিভ অয়েল মিশিয়েও স্ক্রাব বানিয়ে নিতে পারেন।

এমনকী চিনিতে নারকেল তেল ও হলুদ গুঁড়ো মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

ভাল ফলাফল পেতে আপনি টক দইতে চিনি মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। এতেও উপকার পাবেন।