বিয়ের দিন নববধূর কাছে অবশ্যই কী কী থাকা উচিত?

সাজ, শাড়ি, ডিজাইনার ব্লাউজ, শ্বশুড়বাড়ির লোকজন, গয়না সবদিক সামলাতে গিয়ে হিমশিম খায় নববধূরা।

ব্লাউজের ফিটিং বা ছোটখাটো সমস্যা ঠিক করতে আপনার পার্সে অবশ্যই ডবল বডি টেপ থাকতে হবে।

হেয়ারস্টাইলে কোনও সমস্যা যাতে না হয়, বা স্টাইলের কারণে বেশি করে সমস্যা তৈরি হলে সমাধানের জন্য ববি পিন রাখুন।

শাড়ি ও ব্লাউজ সেটিংয়ের জন্য অবশ্যই পার্সে রাখুন সেপটিপিন।

মেকআপ যাতে এতটুকু নষ্ট না হয় তার জন্য রাখুন এয়ার বাডস। বিদায়ের সময় চোখের জল পরিস্কার করার জন্য এটি ব্যবহার করতে পারেন।

পার্সে রাখুন লিপস্টিক। বিয়ের দিন ঠোঁটে যে লিপস্টিক দিয়েছেন, সেটাই রাখুন।