মেকআপ তুলে তবে ঘুমোতে যাবেন। মেকআপ নিয়ে ঘুমোলে ত্বকের সমস্যা বাড়বে।
ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং—এই তিন ধাপ নাইট স্কিন কেয়ারের অবিচ্ছেদ্য অংশ।
নাইট ক্রিম না মেখে শুতে যাবেন না। এটি আপনার ত্বককে হাইড্রেটেড রাখে।
চোখের যত্ন নিতে অবশ্যই আইক্রিম ব্যবহার করুন। এতে কালচে দাগ, বলিরেখা এড়ানো যায়।
ঠোঁটে লিপ বাম লাগান। এতে শীতের দিনে ফাটা ঠোঁটে সমস্যা এড়াতে পারবেন।
মুখের পাশাপাশি হাতের যত্ন নিন। হাত ধুয়ে হ্যান্ড ক্রিম লাগিয়ে নিন।
একইভাবে, যত্ন নিন পায়ের। গোড়ালিতে ময়েশ্চারাইজার লাগান। এতে পা ফাটার সমস্যা এড়ানো যাবে।